
ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমকে (TIDC) একটি লাভজনক ও কার্যকর সংস্থায় রূপান্তর করতে রাজ্য সরকার একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। সম্প্রতি নিগমের কার্যক্রমে গতি আনতে পরিচালনা পর্ষদ পুনর্গঠনের পাশাপাশি, বিভিন্ন নীতি পুনর্মূল্যায়ন করে শিল্পবান্ধব করে তোলা হয়েছে।
সোমবার আগরতলার খেজুরবাগানে টি আই ডি সি এল-এর কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে নিগমের চেয়ারম্যান নাবাদল বণিক এই তথ্য জানান। তিনি বলেন, “নিগম বর্তমানে শিল্প উদ্যোগে আগ্রহী উদ্যোক্তাদের পূর্ণ সহায়তা দিচ্ছে। পরিকাঠামো উন্নয়ন ও আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
চেয়ারম্যান জানান, বন্ধ হয়ে যাওয়া এবং অচল ইউনিটগুলিকে পুনরুজ্জীবিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এর পাশাপাশি, নতুন শিল্প উদ্যোগে আগ্রহী উদ্যোক্তাদের কাছে এই ইউনিটগুলি বরাদ্দ করা হচ্ছে। বর্তমানে রাজ্যের ১৩টি শিল্প এলাকায় জমি ব্যবস্থাপনা ও বরাদ্দের কাজ পরিচালিত হচ্ছে, এবং অতিরিক্ত ৭টি নতুন শিল্প এলাকা গড়ে তোলার পরিকল্পনাও নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, MSME স্কিমের আওতায় এ.ডি. নগর, বাধারঘাট, ধর্মনগর ও আর.কে. নগর শিল্পাঞ্চলে ২৩৭.০৮ কোটি টাকার পরিকাঠামোগত উন্নয়ন সম্পন্ন হয়েছে। ‘সিঙ্গল উইন্ডো সার্ভিস’ পদ্ধতির আওতায় সব ধরনের অনুমোদন, লাইসেন্স ও ছাড়পত্র এখন থেকে একমাত্র পোর্টাল SWAAGAT-এর মাধ্যমে দেওয়া হচ্ছে। এই পোর্টালটি নতুন রূপে আরও আধুনিক করে তোলা হয়েছে।
সাংবাদিক সম্মেলনে TIDC-এর আধিকারিক শৈলেশ কুমার যাদবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। রাজ্য সরকারের এই উদ্যোগে ত্রিপুরায় শিল্প পরিবেশ নতুন মাত্রা পাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট মহল।