
উত্তর-পূর্বাঞ্চলের লামডিং-বদরপুর পাহাড়ি রুটে প্রবল ভূমিধসের কারণে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। ফলে ত্রিপুরা ও বরাক উপত্যকার যাত্রীদের চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে জানিয়েছে, ভূমিধসের কারণে একাধিক ট্রেন বাতিল ও আংশিক বাতিল করতে হয়েছে।লামডিং ডিভিশনের মুপা ও দিহাখো স্টেশনের মাঝামাঝি কেএম-৫১/১-২ এলাকায় পাহাড় থেকে নেমে আসা মাটি, পাথর ও বোল্ডারের স্তুপ রেললাইনের ওপর পড়ে গেলে রুটটি বিপর্যস্ত হয়ে পড়ে। এ পরিস্থিতিতে রেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকা দ্রুত পরিষ্কারের কাজ শুরু হয়েছে এবং পর্যাপ্ত যন্ত্রপাতি ও জনবল মোতায়েন করা হয়েছে।পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এক প্রেস বিবৃতিতে জানান, যাত্রীসেবার স্বার্থে গুয়াহাটি, লামডিং, শিলচর, বদরপুর ও আগরতলা স্টেশনে সহায়তা ডেস্ক চালু করা হয়েছে।বাতিল ও আংশিক বাতিল হওয়া ট্রেনগুলোর তালিকা:১১ জুলাই: ট্রেন নম্বর ১২৫০৩ (এসএমভিটি বেঙ্গালুরু – আগরতলা হুমসফর এক্সপ্রেস) – সম্পূর্ণ বাতিল১৩ জুলাই: ট্রেন নম্বর ১২৫১৫ (তিরুবনন্তপুরম সেন্ট্রাল – শিলচর এক্সপ্রেস) – সম্পূর্ণ বাতিল৮ জুলাই: ট্রেন নম্বর ১৩১৭৩ (শিয়ালদহ – সাব্রুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস) – শুধুমাত্র লামডিং পর্যন্ত চলবে৭ জুলাই: ট্রেন নম্বর ১৪৬২০ (ফিরোজপুর ক্যান্ট – আগরতলা এক্সপ্রেস) – শুধুমাত্র লামডিং পর্যন্ত চলবে৯ জুলাই: ট্রেন নম্বর ১৩১৭৬ (শিলচর – শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস) – লামডিং থেকে যাত্রা শুরু করবে১০ জুলাই: ট্রেন নম্বর ১২৫২০ (আগরতলা – লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেস) – কামাখ্যা থেকে যাত্রা শুরু করবে১০ জুলাই: ট্রেন নম্বর ১২৫০৮ (শিলচর – তিরুবনন্তপুরম সেন্ট্রাল এক্সপ্রেস) – গুয়াহাটি থেকে যাত্রা শুরু করবে১০ জুলাই: ট্রেন নম্বর ১৪৬১৯ (আগরতলা – ফিরোজপুর ক্যান্ট এক্সপ্রেস) – গুয়াহাটি থেকে যাত্রা শুরু করবেরেল কর্তৃপক্ষ যাত্রীদের উদ্দেশ্যে অনুরোধ জানিয়েছে, যাত্রার পূর্বে সংশ্লিষ্ট ট্রেনের সর্বশেষ অবস্থা ও সময়সূচি যাচাই করে নেয়ার জন্য।