
বিহারের ভোটার তালিকা সংশোধন নিয়ে চলা বিতর্কে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টকে আশ্বস্ত করল— কোনও বৈধ ভোটারের নাম নোটিস না দিয়ে বাদ দেওয়া হবে না। শনিবার কমিশন হলফনামা দিয়ে জানায়, ভোটারের নাম বাদ দেওয়ার আগে নোটিস পাঠানো হবে, যেখানে স্পষ্টভাবে কারণ উল্লেখ থাকবে।
হলফনামায় আরও বলা হয়েছে, ন্যায্যতার নীতি মেনে, যাঁদের নাম ইতিমধ্যেই বাদ পড়েছে, তাঁরা কমিশনের কাছে নিজেদের বক্তব্য জানাতে পারবেন এবং প্রমাণস্বরূপ নথি জমা দিতে পারবেন।
চলতি বছরেই বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যে চলছে ভোটার তালিকা সংশোধনের জন্য বিশেষ নিবিড় সমীক্ষা (SIR)। গত ১ অগস্ট প্রকাশিত খসড়া ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় ৬৫ লক্ষ নাম। এই ঘটনাকে কেন্দ্র করেই সুপ্রিম কোর্টে মামলা হয়। মামলাকারী সংগঠন এডিআর-এর পক্ষ থেকে আইনজীবী প্রশান্ত ভূষণ অভিযোগ করেন— বাদ দেওয়ার প্রক্রিয়ায় স্বচ্ছতা ছিল না, কারণ উল্লেখ করা হয়নি, এবং পূর্ণাঙ্গ তালিকাও রাজনৈতিক দলগুলিকে দেওয়া হয়নি।
৬ অগস্টের শুনানিতে বিচারপতিদের বেঞ্চ কমিশনের কাছে ব্যাখ্যা চায়। জবাবে কমিশন জানায়— ১০ দফায় নথি যাচাই করা হয়েছে, রাজনৈতিক দলগুলিকে প্রক্রিয়ায় শামিল করা হয়েছে, এবং বুথ স্তরের কর্মীরা (BLO) বাড়ি বাড়ি গিয়ে ফর্ম সংগ্রহ করেছেন। যাঁরা ফর্ম জমা দেননি, তাঁদের নাম সংশ্লিষ্ট বুথ এজেন্ট ও দলগুলিকে জানানো হয়েছে।
কমিশনের দাবি— ২০ জুলাই তালিকা দেওয়ার পর ১ অগস্ট খসড়া প্রকাশ করা হয়েছে এবং সংযোজন-বিয়োজন শেষে রাজনৈতিক দলগুলির হাতে নতুন তথ্য তুলে দেওয়া হবে। আগামী ১২ অগস্ট মামলার পরবর্তী শুনানি।