
গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ ও বিএসএফের একটি যৌথ অভিযান সফলভাবে আটক করেছে বিপুল পরিমাণ মাদক। বুধবার গভীর রাতে যাত্রাপুর থানার অন্তর্গত বাঁশপুকুর পঞ্চায়েত এলাকায় সন্দেহজনক একটি বিলাসবহুল গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ১৪ হাজার ইয়াবা ট্যাবলেট। অভিযানে আটক করা হয়েছে তিনজন বহিরাগত ব্যক্তিকে।পুলিশ সূত্রে জানা গেছে, মহরম আলী স্কুল পাড়ায় একটি নম্বরবিহীন বিলাসবহুল গাড়ি ঘোরাফেরা করছিল, যা সন্দেহজনক মনে হওয়ায় যাত্রাপুর থানার নবনিযুক্ত ওসি সিতি কন্ঠ বর্ধনের নেতৃত্বে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। গাড়ির কাগজপত্র না থাকায় সেটি আটক করে তল্লাশি চালানো হয়। সেখান থেকেই উদ্ধার হয় বিপুল পরিমাণ ইয়াবা।অভিযুক্তরা প্রথমে পালানোর চেষ্টা করে, তবে দ্রুত ঘিরে ফেলা হয় এলাকা। চিরুনি তল্লাশি চালিয়ে পুলিশ আটক করে তিন ব্যক্তিকে — সরফরাজ আহমেদ, যুবের আহমেদ ও নজরুল ইসলাম। ধৃতরা সবাই এলাকার বাইরের, বলে নিশ্চিত করেছে প্রশাসন।এই অভিযানে অংশ নিয়েছিলেন যাত্রাপুর থানার সাব-ইন্সপেক্টর বিজয় চক্রবর্তী, অমর কিছু দেববর্মা, প্রীতম দত্ত ও রুমি আক্তারসহ অন্যান্য পুলিশ সদস্যরা। তাঁদের সহযোগিতা করেন শালপুকুর বিএসএফ ক্যাম্পের নিরাপত্তা কর্মীরা।পুলিশের প্রাথমিক অনুমান, নম্বরবিহীন এই বিলাসবহুল গাড়ি এবং ইয়াবার বিশাল মজুত কোনো আন্তর্জাতিক মাদক চক্রের অংশ হতে পারে। ঘটনার গভীরে যেতে ধৃতদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।যাত্রাপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও চলবে। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পুলিশ ও সীমান্তরক্ষীরা একযোগে কাজ করছে। ইতিমধ্যেই স্থানীয় নাগরিক সমাজ পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছে।