
গুরু পূর্ণিমার পবিত্র দিনে শিক্ষা, অনুপ্রেরণা ও নৈতিক মূল্যবোধে পথপ্রদর্শকদের প্রতি শ্রদ্ধা নিবেদনের এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন রামনগর কেন্দ্রের বিধায়ক ও আগরতলার মেয়র দীপক মজুমদার। এই দিনটিকে স্মরণীয় করে তুলতে তিনি নিজ উদ্যোগে এলাকার কয়েকজন বিশিষ্ট গুরুর বাড়িতে গিয়ে তাঁদের সম্মাননা জানান।প্রথমেই মেয়র পৌঁছন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ও প্রখ্যাত শিক্ষাবিদ ধনঞ্জয় গন চৌধুরীর বাসভবনে। সেখানে তিনি ফুলের তোড়া ও উত্তরীয় প্রদান করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত কোচ বিশ্বেশ্বর নন্দীর সান্নিধ্যে গিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, তুলে ধরেন তাঁর অবদানের কথা।এই উদ্যোগের মাধ্যমে মেয়র দীপক মজুমদার শুধু গুরুর প্রতি শ্রদ্ধা জানালেন না, বরং সমাজে শিক্ষার গুরুত্ব ও নৈতিক দায়িত্ববোধের বার্তাও পৌঁছে দিলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “জীবনের বিভিন্ন ধাপে যাঁরা আমাদের গঠন করেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো প্রত্যেক নাগরিকের কর্তব্য।”গুরু পূর্ণিমা উপলক্ষে শহরের নানা প্রান্তে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি এই ধরনের মানবিক উদ্যোগ সাধারণ মানুষকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। মেয়রের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে সমাজের বিভিন্ন স্তরে।