
গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ডিরেক্টরেট অফ রেভেনিউ ইন্টেলিজেন্স (DRI) এবং আসাম রাইফেলসের যৌথ অভিযানে তেলিয়ামুড়া থেকে আগরতলা আসার পথে একটি সিমেন্ট বোঝাই লরি থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। ঘটনাটি ঘটেছে খয়েরপুর বাইপাস রোডের খয়েরপুর আউটপোস্টের নিকটবর্তী এলাকায়।সূত্রে জানা যায়, গাড়িটিকে সন্দেহজনক মনে করে ধাওয়া করে কর্তৃপক্ষ, এবং আউটপোস্টের কিছুটা দূরত্বে পৌঁছে লরিটিকে আটক করে তল্লাশি চালানো হয়। এতে লরি থেকে ৩০টি প্যাকেটে ভরা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে আউটপোস্টের পুলিশ এসে মাদকসমূহ ডিটেইন করে।স্থানীয়রা অভিযোগ তুলেছেন, খয়েরপুর বাইপাস রোড ও সংলগ্ন বিভিন্ন গোডাউনে নিয়মিতভাবে মাদকদ্রব্য লোড-আনলোডের অবৈধ ব্যবসা চলছে। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকার বিধায়ক বিষয়টি জানলেও কোনো কঠোর পদক্ষেপ নিচ্ছেন না, যার ফলে দিন দিন মাদক কারবার বাড়ছে।এদিকে এই ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।